স্বদেশের প্রতি
    ✍-উজ্জ্বল সরদার আর্য


       হে-আমার গর্বিত স্বদেশ ভূমি
                  জাগ্রত তুমি,
    তোমার বিদ্রোহ দেখে হয়েছি নির্বাক!
        আমরা তো ছিলাম পরাধীন
          পদাঘাতে কাটতো দিন,
  আজ গর্জিত মেঘের অগ্নিকাণ্ডে আমি পুলক।
     ভুলতে পারি না সেদিনের সে কথা,
       হয়েছি কত অবহেলিত-পীড়িত
           বুকে জমে আছে ব্যথা-
     ছুটে চলেছি তাই সকলে রণক্ষেত্রে!
     তুমি তো জানোনা কেমন এই দেশ
          আজ রক্তে ভেজা পরিবেশ,
   হচ্ছে বিধ্বংসলিলা হয়েছে জনতা একত্রে।


    এখন এই স্বদেশ ক্ষিপ্ত শত্রুদমনে লিপ্ত
        অগ্নিশিখার আভায় দীপ্ত চারিদিক,    
        এমন দেশ নেই যে কোথাও  আর
           অন্যায়ের প্রতিবাদে অমর
   ভিতু-দুর্বল আদরের দুলালকে জানায় ধিক।
        নির্ভীক যারা ঝরিয়ে দিয়েছে রক্ত,
      উদিত হলো রবি দূর হলো তমিস্র নক্ত।
  নব প্রজন্ম দেখবে যখন ইতিহাসের পাতা খুলে,
    অবাক হবে রক্ত দান আত্মবলিদান দেখে!
  ওরা বুঝবে অন্তরে তোমার জেগেছিল বিদ্রোহ
        কম্পিত হয়েছিল নক্ষত্র গ্রহ উপগ্রহ,
          সর্বদা সজাগ তুমি শত্রু সম্মুখে।
     তাই ভুলবোনা কোনদিন ওগো তোমায়,
      তুমি আছো প্রাণে অন্তরের অমর গানে
           এবং সকল বিদ্রোহ চেতনায়।


রচনাকাল, ৫ ফেব্রুয়ারি ২০১৬ খ্রিস্টাব্দ
বাংলা- ২১ মাঘ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।