উদ্বিগ্ন ধরা
    ✍উজ্জ্বল সরদার আর্য


      পৃথিবী আজ রাজনৈতিক দহনে-দগ্ধ,
      বিবাদ-বিদ্রোহ-কলহ-কুটিলতা
      হয়েছে প্রত্যহ সঙ্গী।
      রাজ্যলোভ-ক্ষমতাবল-সম্পদের লালসায়
      ক্ষমতাশালী মানুষ মরিয়া হয়ে ছুটছে।
      যদিও তারা নিজেদের সমাজসেবক
      মনে করে,কিন্তু জাতিভেদ-হিংসা-দ্বন্দ্ব-
      লুট-শোষণের পিছনে আছে আজ রাজনীতি।


      আর এর আভাস পাচ্ছি আমার স্বদেশে।
      এখন-এখানে মানুষ-মানুষকে ঘৃণা করে,
      দল-বেদলে দ্বন্দ্ব করে-
      রাতদিন মরছে অসংখ্য মানুষ।
      সমালোচনা, ঘাত-প্রতিঘাত, দখলদারি,
      আর শত্রু হয়ে উঠেছে প্রত্যেক একে অপরের।


      আজ কেউ ঐক্যবদ্ধ-একতা নেই, শান্তি বিচ্যুত
      দিকভ্রষ্ট জনতা প্রতিমুহূর্ত হৃদয়ে মৃত্যুর
      প্রতিচ্ছবি আঁকে।
      এখন গৃহ শত্রুতে স্বদেশ ভরে গেছে,
      প্রতিক্ষণে এই রুক্ষ ভূমিতে বোমা বিস্ফারণ হয়,
      হয় প্রলয়-বিধ্বংস, অগ্নিকাণ্ডে অসহায় জনতা,
      দেশ হচ্ছে সর্বস্বান্ত।


      তাই উদ্বিগ্ন আমি, পেটে ক্ষুধা, ওরা করছে হত্যা -
      তবু বিচার নেই!
      ক্ষমতা আর সামর্থ্যের মিলনে জয়গান কেবল ওদের।
      ওরা সত্যি কি দেশ ভালোবাসে,
      না ওদের ভালোবাসার প্রকাশ এই রাজনীতি?


      তাই আজকের আন্দোলন হক রাজনীতির বিরুদ্ধে,
      সমাজে শোষণ কারী, যুদ্ধ কারী, লুট-অপহরণ-
      সম্পদ চূর্ণ বিচূর্ণ কারীর বিরুদ্ধে।
      ক্ষুধার্ত নিরীহ জনতা শান্তি চায়,
      সকলে মিলে দেশ গড়তে চায়, চায় একটু নিদ্রা,
      চায় বাঁচার অধিকার।



রচনাকাল ১১ ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ,
বাংলা ২৫ অগ্রহায়ণ ১৪২৭ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।