আজব সে এক ছেলে
সবই উল্টো করে
আনতে বললে জিরে তাকে
নিয়ে আসে চিড়ে।

পড়তে বসে ঘুম আসে তার
খায়না খিদে পেলে
মেঝেতে ডিগবাজি খায়
গায়ে জ্বর থাকলে।

গরমকালে শীতের পোশাক
পরে দুপুরবেলা
চড়তে চায় সে নাগরদোলায়
গিয়ে বইমেলা।

বলবো কি সেই ছেলের কথা
নেই কোনো গুণ তার
দুঃখ পেলে হা হা হাসে
আনন্দে মুখ ভার।