আর কি কখনো ফিরে পাবো
     ফেলে আসা শৈশব,
     সুখ দুঃখ হাসি কান্না
      আনন্দের কলরব ।
শৈশবের মধ্যে ছিল একটা
     সরল নিষ্পাপ ভাব,
  তাকে হারানোর বেদনায়
      মনে দুঃখের বাস ।
  বাবামার স্নেহ ভালোবাসা
    তাদের কোঠর শাষন,
   খেলাধূলা দুষ্টুমি করেছি
   দিয়েছি পড়াশুনায় মন ।
জীবনের প্রথম পর্যায়ই হল
      সুখের সেই শৈশব,
আজকের শিশু হবে একদিন
      আগামীর ভবিষ্যৎ ।