কাজ কমেছে মানুষের
সেই মানুষই কাজ চান
আধুনিক সভ্যতায়
বিজ্ঞানের জয়গান।
মোটরগাড়ির আবিষ্কারে
পাই যেতে চাই যথা
টেলিফোনের আবিষ্কারে
শুনি বহু দূরের কথা।
চিকিৎসা ক্ষেত্রে সুফল
দেখিয়েছে বিজ্ঞান
ক্যান্সার হয়েও মানুষ
ফিরে পায় প্রাণ।
কৃষিক্ষেত্রে বিজ্ঞানের
কি অপরূপ বাহার
কৃষকরা চাষ করে
পেয়েছে উপকার।
এখনকার দিনে মোবাইল
থাকে হাতে হাতে
কম্পিউটারের সাথে মানুষ
থাকে দিনেরাতে।।