মনে পড়ে সেই কথা,
পলাশীর প্রান্তরে যেদিন ভারতের
স্বাধিনতার সূর্য গিয়াছিল অস্তাচলে।
মনে পড়ে সেই কথা,
আইনের সাহায্যে ন্যায়ের পরিবর্তে
ইংরেজরা করতো অন্যায়, অত্যাচার।
মনে পড়ে সেই কথা,
স্বাধিনতার সংগ্রাম করতে গিয়ে
দেশপ্রেমিক হতো বন্দী,দেশান্তরী।
মনে পড়ে সেই কথা,
শহীদের হাসিমুখে মৃত্যুকে বরণ
স্বধীনতার জন্য,দেশমাতার জন্য।