আমার প্রথম প্রেম
সেদিন তাঁর সাথে পরিচয়
এখনো তাকে ভুলতে পারিনি
করে গেছি শুধু অভিনয়।

তাঁর ফর্সা গায়ে সবুজ পোশাক
লাগছিল তাকে বেশ
"বনলতা সেন" কেউ হার মানিয়েছে
আমার প্রেমিকার কেশ।

তাঁর টানা চোখ,সুন্দর মুখ
আমার কেড়েছে মন
তাঁর মিষ্টি হাসি,অপরূপ রূপ
হৃদয় করেছে হরণ।

তাঁর লম্বা চুল,কানের দুল
অভিলাষী আমি তারি
প্রথম দেখা তাঁর সেই ছবি
যেনো রূপকথার এক পরী।