শিশির ভেজা নরম ঘাসে
সকাল বেলার পুকুর পাড়ে
মিষ্টি আলোর দুষ্টু নাচন
যখন চোখের কোণে পড়ে
সবুজের বুকে চকচকে
রোদ আলোয় মনোহরে
অজানা কোন সে কারণে
তোমায় ভীষণ মনে পড়ে
মনে হয় এই বুঝি ছোঁবে
জড়াবে উষ্ণতার ডোরে


উড়ে যাওয়া ঘন মেঘের দল
পাগলা মনে ভাঙা ঝড়ে
ধরার বুকে বর্ষণ গর্জনে
যখন নেমে আসে অঝোরে
ফোঁটা ফোঁটা জলের কণা
ছুঁটে আসে প্রবল জোয়ারে
আবেগ জমে মন কিনারে  
তোমায় ভীষণ মনে পড়ে
মনে হয় এই বুঝি ছোঁবে
ভেজাবে প্রশান্তির সাগরে

শিউলি বেলীর গন্ধ আকুল  
ফাগুন বেলার প্রথম প্রহরে
কোকিলার মন মাতানো গান
ভাসে যখন বাতাসের সুরে
মেতে উঠা পাখির কলতানে
ফুলের গন্ধ টানে সুদূরে
স্পন্দন জাগে মন মন্দিরে  
তোমায় ভীষণ মনে পড়ে
মনে হয় এই বুঝি মাতালে
গন্ধ সুরে মায়াজালের ঘোরে


জানিনা কোন মায়ার বাঁধনে
কোন সে জাদুর পরশ টানে
আবেগ জমে মন কিনারে  
তোমায় ভীষণ মনে পড়ে