আমি শূন্যে উড়াই ভালোবাসার রং
নিঃস্ব করে আমার ঘর
রাঙাই তারে রংধনুর সাতরঙা সাজে
হোক না সে যতই পর  
দিনের আলো সব উজাড় করে
দিয়ে দিলাম তারে
রাতের আধার মায়া বাধে বাসা
আমার ভাঙা ঘরে
ভাবি ক্ষনে ক্ষনে এই বুঝি তুমি
দাঁড়ালে মোর উঠোনে
চৈত্র খরা বিলীন হলো এবার
বসন্ত এলো মোর বাগানে  
অগোছালো চিন্তায় গড়িয়ে যায় সময়  
প্রতীক্ষা তবু থামেনা
অশান্ত হিয়া ক্লান্ত হয় তবু
ঘুমের পরী আসেনা