শিশিরের বিন্দু বিন্দু ফোঁটা যদি সূর্যের উষ্ণতায়
শিখর থেকে আঁচড়ে পড়ে ঘাস মাটির বুকে
যদি কেউ শিশিরকণার দল খুঁজে নাহি পায়
তবে ভালোবাসা কি হারিয়ে যায় ?
না কি ঘাসের বুকে আষ্টেপিষ্টে জড়িয়ে গিয়ে
ভালোবাসা আরো গভীর হয়ে যায়, না কি
শীর্ষ থেকে গড়িয়ে কাদামাটির ঘাসে মিশে যেয়ে  
ভালোবাসা কষ্ট হয়ে আজীবন কাঁদায়  


ভোর কুয়াশার আলোয় যদি বকুল না কুড়ানো যায়
অভিমানে ফুলের মিছিল যদি মাটিতে না লুটায়
যদি ধুলোমাখা বকুলের গন্ধ অকালে হারায়
তবে ভালোবাসা কি হারিয়ে যায় ?
না কি বৃক্ষের সাথে ফুলের সম্পর্ক অটুট হয়ে  
ভালোবাসার গভীরতা বেড়ে যায়, না কি  
অভিমানের বোঝা বেড়ে গিয়ে চিরস্থায়ী হয়ে
ভালোবাসা না ফেরার দূরত্বে চলে যায়


ফাগুনের ঊষালগ্নে যদি কৃষ্ণচূড়া পলাশ না ফোঁটে
নীল ভ্রমরার দল নেচে নেচে গান না গায়
যদি প্রকৃতি ফাল্গুনী সাজে নিজেকে না সাজায়
তবে ভালোবাসা কি হারিয়ে যায় ?
না কি ফাগুনের অপেক্ষায় প্রহর গুনতে যেয়ে
ভালোবাসার আকুলতা আরো তীব্র হয়ে যায়, না কি
ফাগুন কাছে না পেয়ে, ভিন্ন ঋতুর দেখা পেয়ে
ভালোবাসার সাথে ভালোবাসার মানুষ ও হারিয়ে যায়