যদি বিশাল সাগরের উত্তাল ঢেউ
প্রবল জোয়ারে আগ্রাসন হারায়  
যদি কালবৈশাখীর ঝড়ে সবকিছু  
হয়ে যায় লণ্ডভণ্ড, ক্ষত-বিক্ষত
জেনে রেখো তোমার ভালোবাসা
একটু ছোঁয়ার প্রত্যাশায়
আমি দিশেহারা পাগলের মতো
তোমার অন্নেষণে উন্মত্ত


যদি প্রমত্ত কালবৈশাখী ঝড়ো হাওয়া  
একদিন হটাৎ থেমে যায়
সাগরের বহমান মাতাল ঢেউ
অবেলায় হারায় খরস্রোত
বুঝিবে ঢেউ হারিয়েছে যৌবন
তোমার অনন্ত প্রতীক্ষায়  
পাগলা ঝড় হয়েছে ক্লান্ত-শ্রান্ত  
বয়ে বহুদিন অবিরত


যদি শীতের জড়তা পেরিয়ে
ফাগুন নাহি এসে দাঁড়ায়
ফোঁটেনি রঙিন ফুলের বাহার
বসন্তে কথা ছিল যত
জানিবে বিচ্ছেদের আবরণে  
এ প্রহরে তোমারে হারায়  
বৃক্ষতরু অবিরাম রক্তক্ষরণে
মৃত, শুষ্ক পাথরের মত


যদি সবুজ প্রকৃতির চঞ্চলতা  
কোনো এক সন্ধ্যায় থেমে যায়
সময়ের ব্যবধানে মুখরিত জনতা  
কোলাহল হারায়ে হয় শান্ত
জানিবে আমি রয়েছি অম্লান
নীরবে তোমার প্রতীক্ষায়    
আমার দেহের অবর্তমানে
রবে আত্মার প্রেম শাশ্বত