অনেকগুলো বসন্ত কিভাবে ফুরিয়ে গেলো
আজো বুঝে উঠতে পারিনি
হৃদয়ের রক্তক্ষরণ এখনো নীরবে কাঁদে
তবুও প্রাণ এ ক্লান্ত দেহ ছেড়ে যায়নি

যদি পারো, ক্ষমা করা দিও
কথা দিয়ে ভুলতে পারিনি বলে
মনের ভেতর আঁকড়ে ধরে
তোমার অযত্নে ফেলে যাওয়া স্মৃতিগুলো কে
এখনো ভালোবাসি বলে


প্রতি ক্ষণে ক্ষণে তোমায় পড়ে মনে
শ্বাস-প্রশ্বাস ক্রমশ সংকুচিত হয়ে আসে
চারপাশ অন্ধকার হয়ে তোমার ছবিটা ভেসে উঠে
চোখগুলো কষ্টের লোনা জলে ভাসে


পারিনি চোখের জল টুকু আটকাতে
কষ্টগুলো ভুলে গিয়ে
একমুঠো সুখ আপন করে নিতে
তুমি হীনা জীবনে নিজেকে নতুন করে
তোমার মতো হলুদ মাখা রঙে রাঙাতে


তোমাকে হারানোর কষ্ট সইতে না পেরে
বাঁচার ইচ্ছেটাকে পিষে মেরে ফেলার জন্য
ভালোবেসে তোমাকে দূরে ঠেলে দিয়ে
তোমাকে নিঃসঙ্গ করে দেবার জন্য
যদি পারো, ক্ষমা করা দিও