আলো ছায়ার জলডুবে পার হলো তিরিশটি বছর
আসেনি নীল খামের কোন চিঠি ডাকবাক্সের ভেতর  
ভুল করে কেউ কড়া নাড়েনি মনের দরজায়
মরচে পড়েছে অনুভূতির দেয়ালে এই বেলায়
দেয়নি কেউ ভালোবাসার লাল শুভেচ্ছা
কেউ রাখেনি খোঁজ যেভাবেই দিন কাটুক
আমার মতো করে নাইবা হলো, তবুও আমি চাই
তার মতো করে কেউ আমায় ভালোবাসুক।

ঘন কালো মেঘের দল এলোমেলো বাতাসে
যদি অঝর ধারার বৃষ্টি হয়ে ধরায় নেমে আসে  
কিশোরীর মতো ছুটে এসে খোলা আকাশের ছায়ায়
আমারে নিয়ে ভিজুক ছুঁয়ে কাদামাটির জলকণায়  
ফাগুনের আগমনে বর্ণালী বিকেল বেলায়
হলুদ শাড়ি পড়ে খোঁপায় ফুল গুঁজে রাখুক
সারি সারি কৃষ্ণচূড়ার লাল পাপড়ি ঝরা পথে
হাতে হাত রেখে কেউ আমায় ভালোবাসুক।


হোক না বর্ষার একা আকাশে রংধনুর মতো অল্প  
অথবা নিভতে থাকা মোমের আলোয় শেষ গল্প
হোক সে একদিনের পথভ্রষ্ট পথিক এই রাস্তায়
হয়তো ফিরবে তার চিরচেনা পথে শেষবেলায়
ভুল করেই কাটুক স্বল্প সময়ের নিয়ত বেলা  
মিথ্যে করেই ভালোবাসা স্বপ্নে জড়িয়ে থাকুক
আমি চাই বেলা অবেলায় তার মতো করে
অনুভূতির ছোয়ায় কেউ আমায় ভালোবাসুক।