মাথার উপর সেদিন খোলা আকাশ ছিল
যেদিন তোমার সাথে প্রথম দেখা হলো
আকাশ ভেঙে মেঘের কান্না ঝরেছিল
নীরবে প্রেমপুস্প যেন প্রাণ খুঁজে পেলো


ছুঁয়েছিলাম তোমায় বৃষ্টির ভেজার ছলে
নগ্ন পায়ে জমেছিলো কাঁদামাটির খেলা
ডুবিয়ে আপন সত্ত্বা ফোঁটা ফোঁটা জলে
পেয়েছিলাম শীতল অনভুতির দোলা  


বাঁধা পড়ে গেলাম তোমার প্রেমেতে
ফুটেছিলো চৈত্রে বসন্তের রঙিন ফুল
দিয়েছিলাম ভালোবাসা ছিল যত মনেতে  
তোমার ভালোবাসার মোহে হয়ে আকুল


সেদিন বসন্ত বেলার পড়ন্ত বিকেল ছিল
শেষবারের মতো যেদিন কাছাকাছি এলে  
বুঝিনি সেদিন শেষবারের দেখা ছিল
ফিরবেনা সাদাকালো জীবনে কোনো কালে


আজ এ বেলায় রয়ে গেছে শুধু বৃষ্টির জল
শুন্যতার হাহাকার জলের ভাজে লুকিয়ে রয়
এলোমেলো বৃষ্টিতে মেঘেদের দল বদল    
অনুভূতিগুলো তোমারই কাছে বাঁধা পরে রয়  


তুমি ছাড়া রয়ে গেছে আবেগের দল
অপূর্ণতার যাতনা মনের আড়ালে গুটিয়ে রয়
বর্ণহীন মনে বিষাদের ছুটোছুটি কেবল
আলোহীন আঁধারে তোমারেই খোঁজে এ হৃদয়