তুমি পাশে আছো বলে
এতটা পথ আমি হেঁটে যাই  
আছো বলেই আমি আজো
হেঁটে হেঁটে বেড়াই
সীমাহীন পথের বাঁকে
বক যেথা উড়ে ঝাঁকে ঝাঁকে
ফিরে ফিরে তোমার পানে
বারে বারে ফিরে চাই


হাতের ভাঁজে রেখেছ হাত
আলতো হাসি ঠোঁটের কোনে
মনে হয় দেখছি স্বপ্নপুরী
আকাশের সাথে নদীর মিলনে
জানি যাবেনা ছেড়ে কোনোদিন
ছায়া হয়ে রবে যেখানে যাই
ভালোবাসি যত তার চেয়ে বেশি
আমি ভালোবাসে যেতে চাই  


যদি কভু দূরে সরে যাও
কথা হবে কল্প ছায়ার সাথে
সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঘরে
চেয়ে থাকবো তোমার পথে
এ আমার ভালোবাসার দাবি
তোমার জন্য মিছিলে যাবোই  
আনবো ফিরিয়ে তোমায়
বাসবো ভালো বাসতে চাই