প্রকৃতির আলো- ফিরবেনা কোনো কিছুর টানে আজ
উঠেছে আকাশে আঁধারের ঘন সাঁঝ
ধীরে ধীরে ডুবে যেতে থাকে সন্ধ্যায়
ছোটে সবাই কৃত্রিম আলোর খোঁজে এ বেলায়
একেবারেই কি আর কভু ফিরবেনা
নাকি শুধু এ বেলায় কাছে আসবেনা
নাই আসুক তা'তে আমার কি আসে যায়
কত পোকা কত পাখি ও তো আঁধারে হারায় ।


আছে জোনাক কিংবা পূর্ণিমার জলসানো চাঁদ
নয়তো অমাবস্যার ঘুটঘুটে আঁধারের ফাঁদ
জ্বলতে থাকে সোডিয়াম আলো পথের কিনারায়  
মাঝে মাঝে তবু নিয়ে যায় আলোর শুন্যতায়
আঁধার মুছে দিয়ে ঘরে দ্বীপ ওঠে হেসে
তার ঘ্রাণ ঘরের কোনায় কোনায় ভাসে
লাল শাড়ির দেবী রূপে দুয়ারে সে আছে দাঁড়ায়
ডুবিয়ে দেয় অসীম আলোর কাব্যিক দেশে আমায় ।