এমন করে হয়নি কখনো আগে
নিজের মনকে খুঁজতে গিয়ে তোমার মনের সাথে ধাক্কা লাগে
মন কি আমার কথা শোনে
কত স্বপ্ন দেখে নেই তার কোন মানে
দিনরাত পড়ে থাকে তোমার মনের বারান্দাতে  
তোমায় নিয়ে নাকি যাবে বর্ষার জলে ভিজতে  
ভোরের আলোয় তোমার মুখে আলো ভাসাবে নদীর কুল  
গূধোলীতে খোঁপায় গুঁজে দিবে রক্ত জবা ফুল
পূর্ণিমার আলো নিভিয়ে দিয়ে দেখবে তোমার অমলিন মুখ
আঙুলে আঙ্গুল ছুঁয়ে ছিনিয়ে আনবে সকল সুখ


মনের ইচ্ছে দেখে বিস্মিত হয়ে যাই
ইচ্ছে করে রাগ করে মন কে রেখে পালাই
কিন্তু ভয় হয় যদি মনের দেখা না পেয়ে একা হয়ে যায়
দিশেহারা হয়ে মনের ভুলে যদি ভুল পথে হারায়
কতদিন ধরে বেঁধে নিয়ে আসতে চেয়েছি
কিন্তু সে নাছোড়বান্দা, কিছুতেই আসতে চায় না
একা ফেলে যাবার কত ভয় দেখিয়েছি
রাজি হয়নি, কে জানে হয়তো তার আসতে মানা, কিংবা
আসতে গেলে হয়তো তার শুন্য লাগে প্রতি রাতে
একাকিত্বের ভয় পাশ কাটিয়ে তাইতো জেগে থাকে
দু-দণ্ড জিরোবার সময় নেই তার হাতে
আলো আঁধারের খেলায় পাবার নেশা নির্ঘুম রাখে


মনের এই কষ্ট দেখে আমার খুব মায়া হয়
সেতো আমারই আপন পর তো নয়  
যত দূরে ঠেলে দিবো ততই মন হয়ে যাবে একা
মনই তো আঁকড়ে আছে তোমার স্মৃতি,সে ছাড়া সবই ফাঁকা
তর্ক-বিতর্ক হয়েছে অনেক হার মেনেছি আমি
মনের সাথে আপোষ করে আমিও আছি বসে
তোমার সাথে নাইবা দেখা হলো, তবু জানি আমি  
দেখা হবে তোমার মনের সাথে বিষন্নতা শেষে