আমার বিশেষ কিছু হতে ইচ্ছে হয়
তবে মাঝে মাঝে, সব সময় নয়
এই যেমন ঝুম ঝুম বৃষ্টিতে, শহুরে পিচঢালা পথ কিংবা কাদামাটিতে
তোমার হাত ছুঁয়ে ভিজতে
কিন্তু তার উপায় কি আর আছে? তুমি এখন অনেক দূরে
তাইতো বৃষ্টি হতে ইচ্ছে হয়, তখন তোমার উঠোনে বৃষ্টি হয়ে ঝরবো
যদি তুমি উঠোনে আসো, সবার অন্তরালে
তোমাকে আমার ভালোবাসার বৃষ্টিতে ভেজাবো    


যখন ঋতুগুলো একে একে বদলে যেতে থাকে
আমার ও ইচ্ছে হয় নিজেকে বদলে নেবার
শরতে একগুচ্ছ কাশফুল, শীতের সকালে একবিন্দু শিশির
বসন্তের রঙিন ফুল কিংবা কোকিলের মিষ্টি সুর  
সবকিছুই তোমাকে কাছে পাবার প্রত্যাশায়, ঋতুচক্রে
ইচ্ছে হয় তোমার জন্য নিজেকে বদলে নেবার


যখন কোনো কিছু হতে পারি না, আর
তোমার কাছে নিজেকে নিয়ে যেতে পারি না
তখন ইচ্ছে হয় কবি হতে, যেন
নিজের সব কল্পনাকে ঢেলে দিয়ে শব্দের বেড়াজালে
অপ্রাপ্তি আর অক্ষমতাকে পূর্ণ করতে
কল্পনায় সবটুকু দিয়ে তোমাকে ভালোবাসতে


ইচ্ছে হয় নানা অজুহাতে তোমার কাছে যাবার
আমার সবটুকু ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখার
কখনো যেন তোমাকে হারিয়ে একা হয়ে যেতে না হয়
দিনের আলোয় নিজেকে হারিয়ে পথভ্রষ্ট হতে না হয়
রাতের অন্ধকারে খুব গোপনে কাঁদতে না হয়
তাইতো তোমার জগতের সবকিছু হতে ইচ্ছে হয়