কেউ জানে না তোর মনের ভেতরে
কেউ জানে না কোন সে আঁচড়ে
শহরের চিরচেনা কোলাহলে
চিলেকোঠায় তোর একা বসে থাকা  
আনমনা হয়ে উদাস চোখে
শুন্য ক্যানভাসে মিছে স্বপ্ন আঁকা
টুকরো করে লুকিয়ে রাখা ভালোবাসা
মনের পালে পুষে রাখা যত আশা
কেউ তা জানে না
আমার থেকে বেশি কেউ তোকে ভালোবাসে না  


কেউ জানে না তোর ঠোঁটের কোণে
কেউ জানে না কোন সে কারণে
কোমল হাসির আড়ালে
নীরব কষ্টের পাহাড় জমতে থাকা
শুকনো নদীর কোলে
নীরবে ছোটে অবিরাম আঁকাবাঁকা
জলের ফোঁটায় জমতে থাকা ভালোবাসা
মোহনায় মিলনের আশা বাঁধে বাসা
কেউ তা জানে না
আমার থেকে বেশি কেউ তোকে ভালোবাসে না  


কেউ জানে না তোর কথার মাঝে
কেউ জানে না কেন রোজ সাঁঝে
রক্তিম সূর্য ডুবলে
দীর্ঘ রজনীর ভাবনায় ভিড়তে থাকা
এক চিলতে আলোর
লুকোচুরির মাঝে আনমনা ছবি আঁকা  
নিঃসঙ্গ নিশিতে জড়িয়ে থাকা ভালোবাসা
অপেক্ষায় প্রহর গুনে বাড়ে যে হতাশা
কেউ তা জানে না
আমার থেকে বেশি কেউ তোকে ভালোবাসে না