তোমার চুলের গন্ধে আমি
বিভোর হবো বলে
ছুঁয়েছি তোমার অই কালো
ঘন দীঘল চুলে
তোমার চোখের পাতা আমি
স্পর্শ করবো বলে
দাঁড়িয়েছি পাশে এসে তাই  
ভয়-লাজ-লজ্জা ভুলে


কপালের অই কালো টিপ
রবে না আর ঘেষে  
আমার ঠোঁটের স্পর্শ সেথায়
রবে যে আজ মিশে
চিক চিক ঘামে ভেজা তোমার
সরু নাকের শীর্ষে  
হারিয়ে যাবো আজ পথের বাঁকে
মন বাউলের বেশে  
নরম কোমল ঠোঁটের উষ্ণতায়
জগৎ যাবো ভুলে
হারাবো চিরচেনা নিত্য দিশা
তোমার মোহের তালে  


হাসবো আমি গাইবো আমি
তোমার সুরে মিশে
প্রদীপ আলোর মতো জ্বেলে
থাকবে চোখে ভেসে  
রবে না কিছুই সেথায়
আমার অবশেষে
উজাড় করে দিবো সবই
তোমায় ভালোবেসে
রাখবো ধরে একাল-সেকাল  
নিত্য সযতনে তুলে  
ভুল হলেও আমি পড়তে চাই
বারবার সেই ভুলে