বহু মাইল দূরত্বে দাঁড়িয়ে
নির্বাক চোখে অপলক তাকিয়ে
মায়াবী আলোর আলিঙ্গনে  
চুপি চুপি তার অনুভব জাগে প্রাণে
এক ফালি চাঁদের আলোর মায়া
নাইবা হলো কভু তারে ছোঁয়া
তবু এ মনে জাগে কাছে পাবার নেশা
তাইতো তোমাতেই বারে বারে ছুঁটে আসা


মেঘলা দিনের অবসর প্রহরে
বটবৃক্ষের কোটরে কিংবা জীর্ণ কুটিরে
একাকী অবেলায় দাঁড়িয়ে
কোথায় যেন গিয়েছি হারিয়ে  
মন ছুটে চলে কোন অজানায়
খুঁজে বেড়াই অচেনা ঠিকানায়
অপূর্ণ আজো ঝুম বৃষ্টিতে ভেজার আশা
বৃষ্টি ফোঁটার মতো জমতে থাকে ভালোবাসা