প্রতিদিন সূর্য উঠার ভোর বেলায়
দীর্ঘ হয় কেবলই প্রতীক্ষার প্রহর অবলীলায়
ইচ্ছেগুলো অপূর্ণ রয় প্রহরের পালাবদলে  
অবুঝ মন দোলে আশার দোলাচলে
হয়না দেখা নিস্পলক চোখের কোণায়
প্রতীক্ষার অবসানে শুধুই দিনগুলো বদলায়  


ভাবি এই বুঝি মিলবে তার দর্শন  
মনের সাথে বাড়বে মনের মিলন
একই ছন্দে মেতে উঠবে পাগল মন
একই বিন্দুতে বাঁধবে বাসা অভিন্ন স্বপন
সময়ের কাঁটা ছুটে চলে, পিছন ফিরে না চায়
আলো আঁধারের মায়াজালে সময়ের বিদায়


বয়ে চলা খরস্রোতা সাগরের জলে  
হারিয়ে যায় কত গল্প গভীর অতলে
এক চিলতে আলোর নিরন্তর ছুটে চলা
অধরা থাকে সব হয়না কিছুই বলা
গূধোলী বেলায় আলোর মিছিল ডুবে যায়
দীর্ঘ থেকে দীর্ঘতর হয় রাত প্রতীক্ষায়