দুপুর আলোর মায়াতে      কে তুমি বটবৃক্ষের ছায়াতে
               রয়েছো তুমি কার অপেক্ষায়
চিন্তার ছুটোছুটি ঠোঁটেতে   অজানা ভয় নিয়ে চোখেতে        
               খুঁজেছো কারে এই অবেলায়।


পথহারা পথিক হয়ে      সীমাহীন ধূসর বালুচরে    
             হারায়েছো কি আপন পথের দিশা
নীলে ঢাকা আকাশে    বাঁধছে বাসা চুপিসারে    
             দেখেছো কি হাসছে অমানিশা


সময় বয়ে বয়ে যায়   আলো-আঁধারের লুকোচুরিতে
              ক্লান্তি তবু চোখে না জড়ায়
চেয়ে চেয়ে দূর পথে  সন্ধ্যা নেমে আসে ধরণীতে
              তবু তার অপেক্ষা নাহি ফুরায়


ডুবে গেলে সূর্য হয়তো  উঠবে না আজ চাঁদের আলো
           তবু রবে কি প্রতীক্ষায় সারা রাত্রি
সংশয় ছুড়ে ফেলে ভুলে গিয়ে আলোহীন নক্ষত্রগুলো  
          হবে কি আমার আঁধারের সহযাত্রী