আমি যদি আঁধারে একা ঘুরি
তোমায় হারায়ে দূর দেশে
ইচ্ছে হলেও ফিরতে না পারি
ভয়গুলো তেড়ে আসে
তুমি কি আসবে হয়ে আলোর পরী
আলোকিত হয়ে আমার আকাশে


আমি যদি কাঁদি লজ্জা ছাড়ি
তোমায় হারানোর ক্লেশে
ইচ্ছে হলেও থামাতে না পারি  
চোখ যে শুধু জলে ভাসে
তুমি কি আসবে নিয়ে হাসির ঝুড়ি
মুছে দেবে জল, মিষ্টি হেসে


আমি যদি পাগল হয়ে ঘুরি
তোমার ছায়ার চারপাশে
ইচ্ছে হলেই ছুঁতে নাহি পারি
ছায়া যতই কাছে আসে
তুমি কি আসবে হয়ে পাগলী বুড়ি
পাগলেরে জড়াবে আপন আবেশে


আমি যদি সাদা কাপড় পড়ি
যাত্রী হয়ে অন্যদেশে
ইচ্ছে করেই দিলাম আড়ি
আসবোনা আর এই বেশে
তুমি কি আসবে পরে সাদা শাড়ি
পড়বে এক ফোঁটা জল গভীর নিঃশ্বাসে