তুমি আমার পদ্ম পাতায়
জলকণার দোল
বৃষ্টিস্নাত সূর্য আলোয়
চঞ্চল মুকুল।


তুমি আমার শাপলা পলাশ
কলমি লতার দুল
ভোর কুয়াশার আবছা আলোর
শিশির ভেজা কুল।


তুমি আমার হাস্নাহেনা
শেফালী ও বকুল
শুভ্র সাদা মিষ্টি বেলীর
গন্ধ মোহ আকুল।


তুমি আমার কৃষ্ণচূড়া
মৃদু হাওয়ার দোল
জোস্না রাতের হাজার তারার
মিষ্টি হাসির টোল।


তুমি আমার হলুদ রাঙা
সূর্যমুখীর কোল
ইচ্ছে করে আলতো ছুঁই
ওই রাঙা কপোল।


তুমি আমার গোলাপ জবা
জুঁই চামেলী ফুল
ইচ্ছে করে ফুলে সাজাই
তোমার কালো চুল।


তুমি আমার রজনীগন্ধা
রক্ত রাঙা শিমুল
তোমার মোহে অদ্যাবদি
মন উচাটন আকুল।


তুমি আমার শতবর্ষী
বট বৃক্ষের মূল
তোমার জন্য রব আমি
সহস্রাব্দী ব্যাকুল।


তুমি আমার এক জীবনের
একমাত্র ভুল
শত জন্ম থাকলে পাশে
হবেনা উসুল
প্রতীক্ষার প্রহর গুনে দিবো
সেই ভুলের মাশুল।