তুমি আমার বৈশাখী প্রহরের
প্রথম পাতার হালখাতা
দিনের প্রথম সূর্য আলোয়
ঝলমলে সবুজ পাতা


বটমূলের দিনের শুরু
রবি-ঠাকুরের কথা
তুমি আমার বটমূল
আমার কল্প ও কবিতা


কিশোরীর এলোমেলো চুলে
বাঁধা রঙিন ফিতা
তুমি আমার সেই কিশোরী
হাস্যময়ী লাজুক লতা ।।


তুমি আমার বৈশাখী মিছিলে
মুখোশ উড়ানো জনতা
আনন্দ উল্লাসে মেতে থাকা
কিশোরীর নিস্পাপ মমতা ।।


তুমি আমার বাউল গানে
বাংলার রূপের কথা
রূপে-গুনে তোমার মোহে
রব এক সুতোয় গাঁথা


তুমি আমার দিনের প্রথম
লঙ্কা, ইলিশ, পান্তা
ছিলে, আছো, রবে তুমি
হয়ে মোর মনের কান্তা