নেশা লেগে আছে আলজিভে...
নাকে তোর আমিষ গন্ধ,
তোর হলদেরঙা পোশাক আর টিকালো যৌবনের
নীল শ্যাওলায় আটকে গেছে পা,
আমার চতুর্থভাগ ব্যাপ্তি ছিল তৃতীয় শীতঘুমে,
স্নিগ্ধ হাসির ফুলহাতা শার্ট ছেলে
দেখছে কষে হিসেবনিকেশ কতটা কী মেলে ।


কী দিয়েছি , কী দিয়েছি তোকে ?
এক মুঠো শিস , বিরল প্রজাপতি
দুধমানকচু পাতায় দিয়েছি সোনালি জল
আর  খয়েরি-রঙা জ্বর
দিয়েছি ঠোঁটে
তবুও দেখি আজকে হিসেব মিলছে না আর মোটে।


ট্রয়ের দিকে তাকাস নে আর তুই---
ফিকে হেলেন ক্রীতদাসী তোর ...
আজ আগুন চাইছে সুতো ছিঁড়ে যাওয়া ঘুড়ি
আয় দুজনে পুড়ি