কি বুঝবে তোমরা কবির যন্ত্রণা
মাত্র দশমাস দশদিনের প্রসব বেদনা
আর তার জন্য কত আয়োজন​।
ইউরিন টেষ্ট​-পজিটিভ​-ডাক্তার​-ওষুধ​-বেডরেষ্ট​
আলট্রাসোনোগ্রাফি-এক্স রে
এম্বুলেন্স্-নার্সিং হোম​
সিজার​-ড্রেসিং-পরিচর্যা।
আমরা যে শতাব্দীর পর শতাব্দী
ব​য়ে বেড়াই কবিতার ভ্রূণ​।
মনের জ​ড়ায়ুতে ঠেসাঠেসি ভিড়​।
উন্মুক্ত খাতার পাতায়​
একে একে ভুমিষ্ঠ হ​য়​-
কিছু জন্মেই হাত পা ছুঁড়ে করে প্রতিবাদ​
কিছু ব​ড় দূর্বল​-পঙ্গু,
তবু মা কবির ব​ড় আদরের তারা সব​।
কিছু ঢেকে যায় মৃত্যু কুয়াশায়​
মা কবির চোখে নামে বর্ষা।
এসবের মধ্যেও মা কবির জ​ড়ায়ুতে
ভ্রূণেদের ঠেসাঠেসি ভিড়​।
বাজুক যুদ্ধের দামামা
ফাঁক হ​য়ে যাক পৃথিবীর শরীর​
ভেঙে প​ড়ুক ওয়ার্ল্ডট্রেড সেন্টার​
ধেয়ে আসুক টর্নেডো, সুনামি, আয়লা
মহামারী, বিক্ষোভ ,সাম্প্রদায়িক দাঙ্গা,
পাশের বাড়ি থেকে বিক্রি হ​য়ে যাক মা বোনেরা
ভিড় বাড়াক দেশ বিদেশের পতিতাপল্লীর ঘরে
পণের দায়ে পুড়ে মরুক নিরুপমারা
লাইনে গলা দিক সমাজবিরোধী ধর্মবিরোধী প্রেম​
চলুক লাঠি, গুলি, কাঁদানে গ্যাস​
হোক জমি দখল, পুকুর দখল​, মাছের ভেড়ি দখল​
পরের বউ দখল​, স্বাধীনতা দখল​।
ভাঙচুর হোক পার্টি অফিস, বিধানসভা, লোকসভা-
যতই লাল সতর্কতা জারি হোক নদী উপকূলে, সমুদ্র উপকূলে
আগুন লাগুক মানবিকতার ঘরে
স্টিফেন কোর্টে,প্লাস্টিক কারখানায়​,গুদামে
আকাশের গায়​, সাবমেরিনে,সবুজ ধানে, কিশোর মনে
গাড়ির চাকায় পিষ্ট হোক স্কুলফেরত ছাত্রী,
ঋণের ভারে টালমাটাল বাড়ির কর্তা।
পঙ্গু হ​য়ে যাক প্রজন্মের পর প্রজন্ম​
পারমাণবিক বোমায়​, ভেজাল​, মিথ্যা,ব্যাভিচার​
আর মদ, গাঁজা, হেরোইন্, মোবাইল ফোনে।
বিক্রি হ​য়ে যাক মায়ের স্নেহ , বাবার পরিচ​য়​, আকাশের চাঁদ​।
ভেসে যাক, তলিয়ে যাক্,হারিয়ে যাক​, ফুরিয়ে যাক সব​।
তবু এ বিশ্বের কোনো কোণায়​


কবিরা জন্মনিয়ন্ত্রণ করবে না।