শরতের সকালে মেঘ হাসলো
বাতাস হাসলো
বিধাতাও বোধকরি
হেসে লুটোপুটি খেলেন
আমায় দেখে।
বললাম -একদিন এই পৃথিবী থেকে
খেলার মাঠ মুছে যাবে,
শিশুরা খেলবে কোথায়​?
তাই আমরা প্রত্যেক আকাশচুম্বী
অট্টালিকার ছাদে ছোট্ট ছোট্ট
ঘাসের চারা রোপণ করছি।
সেদিন ও শরত হাসবে
বাতাস হাসবে
শিশুর কলরব শুনে
হে বিধাতা, তুমিও খানিক হেসো।