মোদের তরে যার করুণা অবাধ সীমাহীন
দু-জাহানের মালিক তিনি রাব্বুল আলামীন।
সকাল বেলা যার ইশারায় সূর্যি মামা হাসে
তার আদেশে ডুবে আবার বিকাল যখন আসে।
হুকুম পেলে আকাশ জুড়ে বসে তারার মেলা
এমন করে তার আদেশে কেটে যাচ্ছে বেলা।
বৃক্ষরাজি দাড়িয়ে সদা তাসবিহ জবে যার
আদি তিনি অন্ত তিনি প্রভূ নিরাকার।
পশু-পাখী তরুলতা আছে তার অধীন
আরশ জুড়ে আছেন তিনি সদা সমাসীন।
চোখের জলে দু-হাত তুলে করি মোনাজাত
কবুল কর তুমি মোদের; দিয়ে দাও নাজাত।