চাঁদনি রাতে জ্যোৎস্না যখন
রাঙ্গাবে তোমার ঘর
বলতে পারো জ্যোৎস্না আমার
তবে জ্যোৎস্না নিরুত্তর।


সদ্য ফোটা গোলাপ পেয়ে
আসবে প্রেমের ভাব
বলবে হেসে গোলাপ আমার
দিবে না সে জবাব।


বেলকনির ঐ চেয়ারে বসে
দিবে চা-তে চুমুক
বলতে পারো চা-টা আমার
তবে উত্তরে সে মুক।


মানুষ আমি; আমায় দেখে বল যদি-
তুমি শুধু আমার
তারায় তারায় রটিয়ে দিবো
আমার তুমি-
আমিও শুধু তোমার।