সেদিন বিকেলে বারান্দার গ্রিলে হাত রেখে-
আনমনে আকাশপানে তাকাচ্ছিলাম,
হঠাৎ তুমি পিছন থেকে এসে বললে;
দেখো দেখো সূর্য্যটা কেমন করুণ হয়ে ডুবছে,
মনে হচ্ছে বিদায় ব্যথা রক্তিম আভায় তার
চতুর্দিকে ভাসছে।


আমি তখনো আনমনে ছিলাম,
তুমি আবার বললে ;
এই শুনছো আমি কি বলছি?
আমি আচমকা বলে উঠলাম ;
হ্যাঁ কি জানি বলছিলে!
তুমি তখন অভিমান করে বসলে,
কারণ এক কথা দু-বার বলতে
তুমি পছন্দ করোনা ।


আর আমি,
আর আমি তোমার ঐ অভিমানী-
মুখখানা খুব পছন্দ করি,
তাই মাঝে মাঝে তোমার অনেক কিছু
বুঝেও বুঝি না, শুনে ও শুনি না,
ভালো লাগে তোমার অভিমান ভাঙ্গাতে -
আমার করা তুলকালাম কান্ডগুলো।


কারণ আমি তখন অনুভব করতে পারি
আমার অস্তিত্বে তুমি কতটা মেশে আছো,
আমার হ্রদয় সমুদ্রে তখন জলোচ্ছ্বাসের জন্ম হয়,
আমি পাগলের মতো তোমাতে হারিয়ে যাই।