এই ছেলে! নাম কিরে তোর?
মোদের আবার নামের খবর!
পথে থাকি, পথেই ঘুমাই
টুকাই বলে ডাকে সবাই
ধরে নাও মোর নাম ও-টাই।


আচ্ছা,করিস কি তুই?
কি করবো! নয়তো কিছুই
রাস্তাঘাটে কাগজ কুড়াই
আহার করি যখন যা পাই
ধরে নাও মোর কাজ ও-টাই।


কি করেন; বাবা মা তোর?
কি লাভ জেনে তাদের খবর!
জন্মের আগে মাকে হারাই
বাবা তো আর থেকেও নাই
ধরে নাও আছি একলা সদাই।


লেখাপড়া করছিস না যে?
ওসব কি আর মোদের সাজে!
ডাস্টবিন থেকে আহার যোগাই
কাক-কুকুরের সাথে লড়াই
ধরে নাও মোর পড়া ও-টাই।


আদর পেতে চায় না মন?
সব চাওয়া কি হয় পূরণ!
মোরা শালা কপাল পোড়াই
হর-হামেশা মারধর খাই
ধরে নাও মোর আদর ও-টাই।