যাচ্ছে চলে বরকতি দিন
আর থেকো না আমল বিহীন
পাপের জন্য খোদার কাছে
মাফি এবার মাংগো
জাগো মুসলিম জাগো।।
.
হেলায় খেলায় আর কতকাল
থাকবে পড়ে সকাল বিকাল
দুনিয়াদারি ছেড়ে এবার
মৃত্যুর কথা ভাবো
জাগো মুসলিম জাগো।।
.
চোখ বুজিলে সবকিছু শেষ
দূর হবে যে আরাম আয়েশ
সঙ্গী হবে কোন সে জিনিষ
সেটাই এবার খু্ঁজো
জাগো মুসলিম জাগো।।
.
সব খালিকের খালিক যিনি
দু-জাহানের মালিক তিনি
তাকে ভুলে বেকুব তুমি
কোথায় যে হাত পাতো
জাগো মুসলিম জাগো।।
.
নাজাতের-ই এমন ক্ষণে
প্রেমে মজো প্রভূর সনে
নিশিরাতে চোখের জলে
সিক্ত হয়ে ভিজো
জাগো মুসলিম জাগো।।