পৃথিবীটা আজ কেন লাগে মনোহর?
চারিদিক করে  যেন কত ঝলমল।
অপরূপ দৃশ্যে ভরে আমার অন্তর;
ধরার এ রূপ দেখে মন প্রাণোচ্ছল।


ফুলে ফুলে বসে অলি প্রাণের উচ্ছ্বাসে;
পাখিরাও গান করে মধুময় সুরে।
ঘুচে গেছে অন্ধকার আলোর উদ্ভাসে;
আকাশের সাদা মেঘ উড়ে যায় দূরে।


লতা গুল্ম বৃক্ষরাজি সমীরণে দোলে;
নবসাজে সেজে আছে আজ বসুন্ধরা।
সূর্য ডোবে বেলাশেষে পৃথিবীর কোলে;
মনোমুগ্ধ দৃশ্য শুধু তোমারই গড়া।


দুনিয়ার স্রষ্টা তুমি, তুমি যে মহান।
তাইতো তোমার আমি গাহি গুনগান।


© উম্মে সালমা খাতুন
রচনাকাল: ২৮শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।