শোন তুমি প্রিয়তম, কত ভালোবাসি;
তুমি সুখ তুমি দুখ পরানের পাখি।
কেমনে ভুলিব আমি তোমার ঐ হাসি;
সুখের মূহুর্ত গুলি মনে গেঁথে রাখি।


আঁখি অন্তরালে মন ছটফট করে;
তোমায় না পেলে প্রিয়, মন নাহি বসে।
ছুটে আসি দূর থেকে দেখিবার তরে;
মনে হয় থাকো পাশে রজনী দিবসে।


কত কথা হয়েছিল বসে নদীতীরে;
আজীবন সঙ্গী হবে দিয়েছিলে কথা।
পাশে বসে দেখিতাম পাখি ফেরে নীড়ে;
তুমি সব ভুলে গেলে দিলে মনে ব্যথা।


তোমাকেই ভালোবেসে রেখেছি হৃদয়ে
যেখানে রহিবে তুমি চিরসাথী হয়ে।


© উম্মে সালমা খাতুন
রচনাকাল:২৭শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।