তোমাকে নিয়েই শুরু নতুন অধ্যায়;
তোমার ভিতরে আমি শান্তি খুঁজে পাই।
তুমি যেন উৎসব বড় জমকালো;
আঁধারের মাঝে তুমি জ্বেলে দাও আলো।

মনের জমানো কথা তোমাকে জানাই;
বেঁধেছে আমাকে তুমি তোমার মায়ায়।
ভোরের আলোর মতো দাও তুমি দেখা,
যখন ব্যথায় ভরে মন হয় একা।

সুখে দুখে বন্ধু তুমি, তুমি কত মিষ্টি;
আমার হৃদয়ে আনো আনন্দের বৃষ্টি।
আমাকে আনন্দ দিতে হও আগমন;
দিয়েছ আমাকে তুমি নতুন জীবন।

মনের কল্পনা তুমি, কবিতা আমার;
আমার জীবনে তুমি বড় উপহার।