জীবন যে অতি বড় কঠিন বাস্তব,
তবুও আমরা কেন ভুলে যাই সব?
মিথ্যার আশ্রয় নিয়ে করি কত পাপ;
সইতে কি পারা যাবে কবরের চাপ?


ছলনা-বিদ্বেষ-লোভে মেতে থাকে মন;
আজ আছি কাল নেই বুঝিব কখন?
ডাক এলে যেতে হবে মালিকের কাছে;
জবাবের কোন ভয় কারোর কি আছে?


একে একে প্রিয়জন সকলেই যাবে;
তাদের কি কখনও কাছে ফিরে পাবে?
এসেছি পরীক্ষা দিতে এই দুনিয়ায়;
তবুও পাইনা শিক্ষা দিন চলে যায়।


সততার পথ ধরে আনিলে ইমান,
আল্লাহ করিবে ক্ষমা তিনি রহমান।


©উম্মে সালমা খাতুন
রচনাকাল: ২১শে ফেব্রুয়ারি, ২০২২।
কলকাতা, ভারত।