বন্ধু মানে হাসি খুশি
বন্ধু মানে মজা
বন্ধু মানে মন খারাপে
একটু সুখ খোঁজা
বন্ধু মানে পাশে থাকা
হাতে রেখে হাত
বন্ধু মানে শিশির ভেজা
মিষ্টি সুপ্রভাত
বন্ধু মানে কান্না মুখে
হাসি এনে দেওয়া
বন্ধু মানে মধুর স্মৃতি
শৈশবে ফিরে যাওয়া
বন্ধু মানে স্বার্থ ছাড়া
অনেক ভালোবাসা
বন্ধু মানে জীবন পথে
নতুন বাঁচার আশা