খুশির খবর নিয়ে এল রাতের আকাশ
বছর ঘুরে এল ফিরে রমজান মাস
বাঁকা চাঁদ হাসে যেন আকাশের মাঝে
রহমত ঝরে পড়ে সকাল ও সাঁঝে
মন ভরে যায় পেয়ে রোজার সুবাস
মিষ্টি লাগে বড় ওই মধুর বাতাস
শান্তি পাবো খুঁজে তারাবী নামাজে
ফিতরা জাকাত দেবে খুশির মেজাজে
আনন্দে মেতে ওঠে সকলের মন
রমজান মাস পেলে ধন্য এ জীবন
সেহরী ও ইফতারে মন ভরে যায়
আল্লাহ করবে ক্ষমা যদি মাফ চাই
বয়ে যাবে সবখানে খুশির জোয়ার
রমজান নিয়ে আসে ঈদ উপহার।