তোর কাছে ঠিক মানুষ হবো,লক্ষ্মী বলে ডাকবো দেখিস;
পাগল বলে দূরে ঠেলবি? আমি জানবো আদর করিস।
আবোলতাবোল বায়না নিয়ে,গয়না-পাথর বিকিয়ে দিয়ে;
তোর কাছে তোর মূল্য চাবো,আমায় কিনতে দিবি?
অনেক শখের জামদানিটা, কেঁটেকুটে বালিশ ঢাকবো।
আটপৌরে শাড়ির জোরে,তোর নামে সব নালিশ দেবো;
লক্ষ্মীটি,তুই সামান্য রাগ করিস,পারলে আমায় ঝাড়িস?
তোর কপালে বিকেল হলে,সিঁদুর ফোঁটা আকাশ রঙে;
ব্যস্ততা সব ভেস্তে দেবো,তোর পাশেতে বসবো দেখিস।  একসাথে সব অংক কষবো,ভর মাপবো আলোর জাদুর
ইচ্ছে করে ভুল করলেও অন্তত তুই  সামান্য রাগ করিস?
কলাবধূ তোর হতে পারবো? প্রিয়শিষ্যা বানিয়ে নিবি?
শব্দকোষে চারাক্ষরী সত্যটা তুই বুঝিয়ে রাখিস,
আমার দামটা জানিয়ে দিলাম,মূল্য বুঝে কিনতে পারিস?
পাগলী বলে দূরে ঠেলবি? আমি মানবো আদর করিস।
তোর কাছেতেই মানুষ হবো,লক্ষ্মী বলে ডাকবো দেখিস!