আজ একটা সম্পর্কের খোঁজে বের হয়েছি,
রমনার আশেপাশে দিয়ে হাটছি;
শুনেছি সন্ধ্যা হলে এখানে নাকি অনেক অবৈধ সম্পর্ক পাওয়া যায়।
একা একা থাকতে ভালো লাগেনা,
তাই ভাবলাম একটা সম্পর্ক থাকলে ভালোই হয়।
অন্তত বন্ধুত্ব ।
মাঝে মাঝে এসে আড্ডা দেয়া যাবে।
নিজের কথাগুলো প্রাণ খুলে বলতে না পারলেও,
তার কথাগুলোতো মন ভরে শুনতে পারব।


এখন আমার সম্পর্কের বড় অভাব।
এই যে মেয়েটা, এর নাম অপ্সরা।
মাস তিনেক আগে ব্রেক আপ হয়েছে।
যদিও প্রেমটা আমাদের ব্রেকফেল ছিল।
তারপরও থেমে গেছে,
থেমে যায় !


যাইহোক আমার এখন একটা সম্পর্কের দরকার,
অন্তত বন্ধুত্ব ।
আমি একাকীত্ব একদম ভালবাসিনা,
তাই আজ আকাশের দিকে হাবাতিয়ার মতো চেয়েছিলাম,
বৃষ্টির জন্য।
বৃষ্টি আসেনি, আসেনা !
যদিও একসময় বৃষ্টি আমার খুবই অপছন্দের একটা বিষয় ছিল।
তারপর কোথাকার কোন এক অপ্সরা এসে কবে বলেছিল
আমার বৃষ্টি ভালো লাগে;
তারপর থেকেই মনে অনবরত বৃষ্টি ঝরছে।
জোসনা মাখা রৌপ্য নূপুর বৃষ্টি।
বড় আজব এ মন !