হে যুবক


জাহান্নামের ভয় নয়,নয় জান্নাতের হুর-পরী
স্বচক্ষে দেখে এসো হাওয়াই দ্বীপে  ভয়ঙ্কর এক
আগ্নেয়গিরি মাউনা লোয়া কেমন করে অগ্নিলাভা
লাল ওড়নার মতোন ঢেউ  খেলে এগিয়ে আসছে                                   যেন আগুনের ড্রাগন।
স্বচক্ষে দেখে এসো পশ্চিমের  নগ্ন পার্কগুলি
নগ্ন রেস্তোরাঁর সুভাষিণী তরুণীদের বিনম্রতা
কাচা মোমের মতোন কাচা হলদে শরীরের ছন্দ
টসটসে স্ট্রবেরি গাল ডালিম ফাটা ঠোঁটে ঝকঝকে
মুক্তা ছড়ানো অস্ফুট হাসির বিমোহিত বিজ্ঞাপন।


হে যুবক! কুয়াকাটা সৈকতে সূর্যোদয় সূর্যোস্ত দেখে
ফিরে এসো --আমি তোমাকে কাঁচ-বালি পৃথিবীর
এক রহস্যময় সংখ্যার মহা বিস্ফোরণের গল্প শুনাবো!
তারপর!
সবকিছু তন্তুুর  মতোন ধুলির আবরণে ঢেকে নেবে
তুমি আমি সেই কনকনে শুকনো ধূলির রহস্যময় পুতুল
আলোর খিলবিল সূক্ষ্ম তন্তুর পোকামাকড়ের মতোন
জীবন রতি তরঙ্গে ভেসে যাচ্ছি পৃথিবীর সংসারে।


বেরুয়ে এসো খোলা আকাশের নিচে তারার মেলায়
দেখবে বালির অতল সাগরে ঝকমকে তারার শামুক
পৃথিবীর বেদনাবিধুর সকল মানুষের কষ্টের মুক্তা ফলায়।
এখানে শান্তি নেই সুস্হির নেই অবিরাম উঠানামা নড়চড়
অনিশ্চিত যুদ্ধ বিগ্রহ এক অদৃশ্য নরকের ধুমধাম উন্নয়ন।


হে যুবক এসো আমরা চলে যায় পৃথিবীর শেষ পথ ধরে
আরেকটি কৃত্রিম মহা বিস্ফোরণের আগেই বরফ গলা পথে।
এখানে শিশু পাখি ডলফিনেরা কেউ আর নিরাপদ নয়,নয় বৃক্ষ
অশান্ত প্রশান্ত সব সাগর প্রণালী আর গিরি মরু কান্তার।
আরেকটি মহা অঙ্কের জাহান্নাম বিফ্রকেসে ভরে বিলিয়ার্ড
খেলছে সোনার মানুষেরা।