জীবনের একাকীত্ব বিষাদ সংশয়
কবিতাকে দিয়ে সে মুক্ত হতে চেয়েছিল
নির্জন নিস্তব্ধ রাতের অসহ্য ভার
সে ভেবেছে কবিতাই নিয়ে নেবে সব
নিঃসংকোচে, আর
হাল্কা হবে কিছু হৃদয়ের চাপ,
সে শ্বাস নেবে আবার বিশুদ্ধ বাতাসে
জোছনার শান্ত আলোর মাঝে।
সকল প্রত্যাশা তার হয়ে গেছে ধুলো আর ছাই
কবিতাও তারে এতটুকু দয়া করে নাই।