চর্যাপদ যে বাংলা ভাষায় সাহিত্যচর্চার প্রাচীনতম নিদর্শন, এটা বর্তমানে সর্বজন স্বীকৃত। কিন্তু প্রায় দুই হাজার বছরেরও আগের রচিত পালি সাহিত্যে বাঙালি ভিক্ষু ‘বঙ্গীশ থের’ নামের এক সুখ্যাত কবি ছিলেন- বুদ্ধের আশিজন প্রধান শিষ্যগণের একজন।


সাম্প্রতিক দেশকাল পত্রিকায় প্রকাশিত আমার এই প্রবন্ধটি পড়তে পারেন -


https://www.shampratikdeshkal.com/art-literature/news/20017260/