দুনিয়ায় যখন করোনায় মহাতংক
তখন ভোগান্তিতে হচ্ছে মনে জলাতংক
অস্পষ্টতায় জলাঞ্জলী যেন কীট পতংগ
ক্ষয়ে ক্ষয়ে যায় প্রিয়দেহের মনাংগ
লেলিহান অগ্নীশিখায় গায় উচ্চাংগ
পরিপাটি জীবন্ত বাসরীতে স্বপ্নভংগ।


সর্বনাশা ইহকালের খেলায় বাজীহার
ছিন্নসংশয়ে অহিংসামন্ত্রে দীক্ষা যার
বিনা পানি মেঘ অশান্ত বিবেক তার
হতচ্ছরা ভাবে অবান্তরে নেই দরকার
আধারে কুন্ঠিত হয় অহর্নিশ কল্পনার
পিছনে পচন আর ভয় ঘুনে ধরার
বিস্ময়ে সম্মুক্ষে পলক পরে বারবার
গড়ে পড়ে জল যেন হৃদয় জলাধার