আমায়
           রংধনুর সাতরংয়ে সাজিয়ে নাওনা
তোমার
           সবটুকু প্রেম উজার করে দাওনা
আমি
           সাতরং ছড়িয়ে ডাকবো তোমায়
তুমি
           বুকপাজরে বেধে রেখো আমায় ।


আমি
           মেঘ হয়ে উড়বো আকাশে উর্ব্ধপানে
তুমি
          ছায়া হয়ে প্রশান্তির ছোয়া দিবে প্রানে।


আমি
          বৃষ্টিমালা হয়ে নামলে প্রান্তরে
তুমি
          গেথে নিও প্রানসুখ অন্তরে


আমি
      সাগড়ের শুভ্র জল হলে
তুমি
       ডুব সাতার দিও সে জলে


আমি
      পাহাড়ের মত ঠাই দাড়িয়ে যদি থাকি
তুমি
      দেখো চেয়ে  সৌন্দর্য মেলে দুটি আখি


আমি
      পুকুরে ফোটা পদ্মপাতার মত প্রস্ফুটিত হলে
  তুমি
   অনুভবে বুঝো নিস্ফলা ঘ্রাণ ছুয়ে দেখে সে জলে


আমি
      বুক চিতিয়ে জেগে ওঠা শুকনো বালুচর
তুমি
      আপন মনে গজে উঠা ধবধবে কাশফুল


আমি
       পর্বতচুড়া  হতে নেমে আসা ঝরঝরে ঝর্ণা ধারা
তুমি
      ঝর্ণার জলে গা ভিজায়ে উঠে আসা নীল অপ্সরা ।