আমি অভিযাত্রী দুরন্ত  দুর্বার  দুঃসাহসী
আমি করি নাকো ভয় থাকে মুখে হাসি
আমি ছিনিয়ে আনি জয় মানুষকে ভালবাসি
আমি পরাজয়ের গ্লানি নিয়ে উর্ধব গগনে ভাসি


আমি নব উদ্যোমি  গাই জীবনের জয়গান
আমি ঝঞ্জারে করিনি  পরোয়া হই সামনে আগুয়ান
আমি স্বপ্ন দেখি অগনিত বাস্তবতায় বলিয়ান
আমি টর্নেডোর মত ঘুর্ণি চালাই তলোয়ার সোলায়মান


আমি টর্পেডো অন্ধকারে ফুটাই আলো
আমি মন্দের মাঝে খুজি সুখ যা কিছু ভালো
আমি দুষ্টের করিনা ক্ষমা হৃদয়ে ছিদ্র কালো
আমি দুর্বলেরে বলি সামনে এগিয়ে চলো


আমি দুর্দান্ত  দুর্বিপাকে হেটে চলি পথ
আমি কুর্নিশ করিয়া মাথা করিনা নত
আমি বজ্রপাত হয়ে ঝলকানি দেই শত শত
আমি বুলেট হয়ে তীব্রবেগে শত্রুরে করি ক্ষত


আমি উল্কা পিন্ড হয়ে ঘুড়ি আকাশের মাঝে
আমি ফুৎকার করে জ্বলি আপন সাজে
আমি চির তরুন ভয়ানক রয়েল বেংগল
আমি করিনাকো ভয় অন্ধকার কিংবা জংগল


আমি দুরআকাশে জ্বলি মিটিমিটি অগনিত তারার বেশে
আমি কঠিন শিলা আকরিক হয়ে থাকি পাহাড় পাদদেশে
আমি সাগড় তলে খুজি নিরাপদ আশ্রয়
আমি দেইনা অন্যায়ক অবচেতনে প্রশ্রয়


আমি মাটি হয়ে থাকি মায়ের পদতলে
আমি নৌকা হয়ে ভাসি অভিসারে অম্লজ্বলে
আমি দুরবীন হয়ে খুজি যাত্রাপথ বিপথ শংকুল
আমি ঘুরিফিরি অজানা নেশায় হউক যত প্রতিকুল