কি যেনো কি ভাবছি
এ রাত্রী প্রহরে
আনমনে কি আকছি
এই মনের ভেতরে
ভাবনায় মাতাল হয়ে
ডুবছি  অগোচরে ।  


কে যেনো এসে ডাকছে
এই জোছনা ভরা পুর্নিমায়
অগোছালো ভুলোমনে
ভুলে যাই কোন ছলনায়
ভাবনায় ভরাডুবি হয়ে
বসে আছি কোন নেশায়।


কি যেনো কি দেখছি
নিশব্ধে মনে ঘুরছে
জোনাকির আলোতে খুজেছি
যে আমার মাঝে উড়ছে
ভাবনায় নির্ভেজাল হয়ে
বৃষ্টির মত অঝোড়ে ঝরছে।


কে যেনো ভরা রাত্রিতে
ইশারায় হাতছানি দেয়
নীলাকাশে তারাদের ছুটোছুটিতে
মনকে আনমনে দোলায়
মনচারিনী স্বপ্ন ভেলাতে
ভাসায় অজানা এক শংকায়।


কি যেনো কি ভাবছি
এ রাত্রী প্রহরে
আনমনে কি আকছি
এই মনের ভেতরে
ভাবনায় মাতাল হয়ে
ডুবছি  অগোচরে ।