রাত নিঝুম, আসেনি ঘুম,চোখের কোনে জল
কাদতে পারিনি চিৎকার করে, কখন হবে সকাল
বিচ্ছেদে ছেদন চাপা ক্রন্দন দুঃখ চিরকাল
মরিলেই কেবল সুখি হবে তুমি সরে যাবে জঞ্জাল
বিষাদের ছায়া রৌদ্র দুপুরে চৌচির করে মন
গগনবিদারী অট্টহাসির সুখমেঘে ঢাকো মুখ কিয়ৎক্ষণ
রাতের আধারে কলালক্ষ্মীর কোমল প্রেমে জ্বলে জোনাকিদের বাতি
হয়না তবু শেষ নিরানন্দ ঘুম জাগানিয়া পাখিদের রাতি
এযে দঃখের সীমানায় পারি দেয়া  মেঘবালিকার খেলা
সুখ খুজতে রাত্রী নিশিথে দেখি অজস্র তারাপুঞ্জের মেলা
মনের দুয়ারে বসে ভাবি আর কত  রাত্রী পেরুবে নিদ্রাহীন
অত্যাচারী মানুষগুলো তাদের সুখের নেশায় বাজায় বীন
সুর তোলে হারানোর গানে অস্পৃশ্য যাতাকলে
না বুঝে বেত্রাঘাতে ক্রন্দন, ক্রন্দন ছোটে দু-গলে
ইহকালের নেশায় মিথ্যে বানানো গল্পে আঘাত ছুড়ো গায়
গাত্রে মোর আঘাতের চিণহ একে আলপনায় সাজাও পায়


নিদ্রাহীন